হলাহল
বানান বিশ্লেষণ: হ্+অ+ল্+আ+হ্+অ+ল্+অ
উচ্চারণ: [ɦə.la.ɦə.lə] [ম.রি.ব]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত হলাহলা>বাংলা হলাহল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: আক্ষরিক অর্থ- যা লাঙ্গলের ন্যয় বিদীর্ণ করে। বিশেষার্থে প্রাণ সংহারকারী তীব্র বিষ।
উদাহরণ: বাত ন বোলবে , বদন ন হেরবে
 মরিব হলাহল ভখি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৪]