হমারই
বানান বিশ্লেষণ:
হ্+অ+ম্+আ+র্+অ+ই
উচ্চারণ: [ɦə.ma.rə.i]
[হ.মা.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
অহম>মৈথিলি
হম>বাংলা হম (বৈষ্ণব সাহিত্য)>হমারই
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
হম (আমি) +আর=হমার (আমার,) সম্বন্ধবাচক। +ই
পদ: সর্বনাম।
অর্থ: আমারি
উদাহরণ:
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো কি হমারই শ্যাম॥ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৭]
গগনে গগনে ধ্বনিছে বাঁশরি সো কি হমারই নাম [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৮]