হরয়ি
বানান বিশ্লেষণ:
হ্+অ+র্+অ+য়্+ই
উচ্চারণ:
[ɦə.rə̃.i]
[হ.রয়্.ই]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ক্রিয়ামূল √হৃ
(হরণ করা)>প্রাকৃত √হর্>হরয়ি
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: √হর্
( হরণ করা)+অয়ি
পদ: অসমাপিকা ক্রিয়া
অর্থ: হরণ করিয়া
উদাহরণ: মৃদু সমীর সঞ্চলে, হরয়ি শিথিল অঞ্চলে,
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।১৩-১৪]