হৃদিবসন্ত
বানান বিশ্লেষণ: হ্+ঋ+দ্+ই+ব্‌+অ+স্+অ+ন্+ত্+অ
উচ্চারণ: [i.i.bə.n.ə] [rhi.ব.সন্.ত]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত হৃদি>বাংলা হৃদি+সংস্কৃত বসন্ত >বাংলা বসন্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ:
বসন্ত যৌবনের প্রতীক। যে হৃদয়ের বসন্তের মতো এই অর্থ প্রেমিক। 
সমার্থক শব্দাবলি: দয়িত, প্রিয়, প্রেমিক।
উদাহরণ: