হৃদিবসন্ত
বানান বিশ্লেষণ: হ্+ঋ+দ্+ই+ব্+অ+স্+অ+ন্+ত্+অ
উচ্চারণ:
[rɦi.d̪i.bə.sən.t̪ə]
[rhi.ব.সন্.ত]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
হৃদি>বাংলা হৃদি+সংস্কৃত
বসন্ত
>বাংলা
বসন্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হৃদি {হৃদ্ {√হৃ (হরণ করা) +ই} + বসন্ত {Öবস্ (বাস করা) +অন্ত (ঋচ্), অধিকরণবাচ্য}।
হৃদির বসন্ত/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
বসন্ত যৌবনের
প্রতীক। যে হৃদয়ের বসন্তের মতো এই অর্থ প্রেমিক।
সমার্থক শব্দাবলি: দয়িত, প্রিয়, প্রেমিক।
উদাহরণ:
কঁহি রে সো প্রিয়, কঁহি সো প্রিয়তম, হৃদিবসন্ত সো মাধা? [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।১৮-১৯]