হৃদিকমলাসন
বানান বিশ্লেষণ: হ্+ঋ+দ্+ই+-ক্+অ+ম্+অ+ল্+আ+স্+অ+ন্+অ
উচ্চারণ:
[rɦi.d̪i-kə.məla.sə.nə]
[rhi.দি.ক.ম.লা.স.ন.]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:সংস্কৃত
হৃদি>বাংলা হৃদি+সংস্কৃত
কমল
>বাংলা
কমল +সংস্কৃত আসন>বাংলা আসন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হৃদি {হৃদ্ {√হৃ
(হরণ করা) +ই}
+ কমল {√কম্
(ইচ্ছা করা, কামনা করা) +
অল (কলচ),
কর্মবাচ্য}
+আসন {Öআস
(উপবেশন করা) +অন্
(ল্যুট), ভাববাচ্য}
।
হৃদি রূপ কমল/কর্মধারয় সমাস=হৃদিকমল এর আসন/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
হৃদিকমলের আসন, হৃদয়রূপ পদ্মের আসন।
উদাহরণ:
হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন কর আলা !
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১৪]