.d̪əĕ.ə-ma.ɦɔ]
[rhi.দয়্.অ-মা.হ]
শব্দ-উৎস: সংস্কৃতহৃদয়>বাংলা
হৃদয়- সংস্কৃত মধ্যে>প্রকৃত মহ>মৈথিলি মাহ> বাংলা মাহ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
হৃদয় {হৃদ্ {√হৃ
(হরণ করা) +ক্বিপ্=হৃৎ>হৃদ}+অয়
(কয়ন)}-মাহ পদ: বিশেষ্য। অর্থ: যা ভাবকে হরণ করে, এই অর্থে হৃদয়। মনের অনুভূতি-গ্রহণ
প্রক্রিয়ার ভিতর দিয়ে যে সহানুভূতিমূলক ভাবের উদয় হয়, তার অনুভবের কেন্দ্র
হিসেবে হৃদয়কে বিবেচনা করা হয়। সেই বিচারে হৃদয় শুধুই মন বা চিত্ত নয়। হৃদয়
হলো মনের সহানুভূতিমূলক ভাবের আধার। হৃদয় শব্দের সাথে মাহ
(মধ্যে অর্থে) যুক্ত হওয়ায় 'হৃদয়-মাহ' শব্দের অর্থ হয় - হৃদয়ের মাঝে।
সমার্থক শব্দাবলি: হৃদয়ের মাঝে, হৃদয়ের মধ্যে।