হৃদয়ক
বানান বিশ্লেষণ: হ্+ঋ+দ্+য়্+অ+ক্+অ
উচ্চারণ: [i
.əêə.] [rhi.য়্অ.ক]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত হৃদয়>বাংলা হৃদয়>হৃদয়ক
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: হৃদয় {হৃদ্ {হৃ (হরণ করা) +ক্বিপ্=হৃ>হৃদ}+অয় (কয়ন)}+ক (বৈষ্ণব সাহিত্য, ষষ্ঠী বিভক্তি)
অর্থ: হৃদয়ের।

উদাহরণ: হৃদয়ক সাধ মিশাওল হৃদয়ে  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১]

বিদ্যাপতি:
যতহুঁ আছিল মোর হৃদয়ক সাধ [পদরত্নাবলী-রবীন্দ্রনাথ ও শ্রীশমজুমদার সম্পাদিত (আনন্দ পাবলিশার্স লিমিটেড, ১৩৯৭)পৃষ্ঠা: ২৪৯।]