হরিণনেত্র
বানান বিশ্লেষণ: হ্++র্+ই+ণ্+অ+ন্+এ+ত্+র্+অ
উচ্চারণ: [ɦə.ri..ne.] [.রি.ন.নেত্.ত্র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত
হরিণ>বাংলা হরিণ +সংস্কৃত নেত্র>বাংলা নেত্র।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: হরিণের চোখের মতো যে চোখ, হরিণাক্ষ।
উদাহরণ: হরিণনেত্রে বিমল হাস,   কুঞ্জবনমে আও লো[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৪]