ইন্দু
বানান বিশ্লেষণ: ই+ন্+দ্+উ
উচ্চারণ: [in.u] [ইন্.দু]।
শব্দ-উৎস: সংস্কৃত ইন্দু>বাংলা ইন্দু
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: Ö ইন্দ্ (প্রভুত্ব বা আধিপত্য করা) +উ, কর্তৃবাচ্য।
পদ: বিশেষ্য।
অর্থ: চন্দ্র, চাঁদ।
উদাহরণ: ঢালে ইন্দু অমৃতধার   বিমল রজতভাতি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৮।৬]