জ্বালা
বানান বিশ্লেষণ: জ্+ব্+আ+ল্+আ
উচ্চারণ: [
ɟ
a.la] [জা.লা]।   
শব্দ-উৎস: সংস্কৃত জ্বালা>বাংলা জ্বালা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
্বল্ (জ্বলন) +অ (ণ), কর্তৃবাচ্য=জ্বাল+(আ টাপ্) (স্ত্রীলিঙ্গে)
পদ:
বিশেষ্য।
অর্থ: অগ্নির দহন থেকে উৎপন্ন যন্ত্রণা। রূপকার্থে অগ্নিতুল্য যে কোনো বেদনাকে জ্বালা বলা হয়। যেমন- মন জ্বালা, দুঃখজ্বালা।
সমার্থক শব্দাবলি: জ্বালা, যন্ত্রণা।
উদাহরণ:
জর জর রিঝসে দুঃখদহন সব দূর দূর চলি গেল [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।৬]