ঝিল্লিমুখর
বানান বিশ্লেষণ:
ঝ্+ই+ল্+ল্+ই+ম্+উ+খ্+অ+র্+অ
উচ্চারণ: [ɟʰil.li.mu.kʰə.rə.]
[ঝিল্.লি.মু.খ.র.]। [ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ঝিল্লি>বাংলা ঝিল্লি +সংস্কৃত
মুখর>বাংলা মুখর
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ: ঝিল্লির শব্দে মুখর (ধ্বনিত)/মধ্যপদলোপী কর্মধারয় সমাস
পদ: বিশেষণ।
অর্থ:
ঝিঁঝিঁ পোকার ডাকে বা শব্দ দ্বারা আচ্ছন্ন।
উদাহরণ:
গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি শূন্য কদমতরুমূলে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৪।৫]