ঝরঝর
বানান বিশ্লেষণ:
ঝ্+অ+র্+অ+ঝ্+অ+র্+অ
উচ্চারণ: [ɟʰə.rə.ɟʰə.rə]
[ঝ.র.ঝ.র]। [ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃতি ক্রিয়ামূল
√ক্ষর্
(ক্ষরণ)>প্রাকৃত
√ঝর>বাংলা>ঝর
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√ঝর
(ঝরে পড়া)
+অ, ঝরঝর [দ্বিরুক্ত]
পদ:
অব্যয়।
অর্থ:
জল পতিত হওয়ার শব্দ, উঁচু থেকে ঝরনার জল পতিত হওয়ার শব্দ।
উদাহরণ:
পাদপ মরমর, নির্ঝর-
ঝরঝর,
কুসুমিত বল্লিবিতান।
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।৪]