ঝটিতি
বানান বিশ্লেষণ: ঝ্+অ+ঠ্+ই+ত্+ই

উচ্চারণ: [ɟʰə.ʈi.i] [.টি.তি]। [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃতি ঝটিতি>বাংলা ঝটিতি
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ঝট্ (সংহতি) +ইতি।
পদ: অব্যয়।
অর্থ: শীঘ্র, সত্তর
উদাহরণ: ঝটিতি আও তুঁহু হমারি সাথে,     বিরহব্যাকুলা বালা । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১৬]