জীবন
বানান বিশ্লেষণ: জ্+ঈ+
ব্+অ+ন্+অ
উচ্চারণ: [ɟi.bə.] [জি.ব.ন]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত জীবন>বাংলা জীবন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: জীবি {জীব্ (প্রাণধারণ) +ই (ণিচ)} +অন্ (অনট, ল্যুট), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য।
অর্থ: যে শক্তি ধারণের প্রক্রিয়া জীবের জীবিত দশা প্রকাশ ঘটে।
সমার্থক শব্দাবলি: প্রাণ, আত্মা।
উদাহরণ: