জীবনমরণ
বানান বিশ্লেষণ:
জ্+ঈ+ব্+অ+ন্+অ-ম্+অ+র্+অ+ণ্+অ
উচ্চারণ: [ɟi.bə.nə-mə.rə.nə]
[জি.ব.ন-ম.র.ন.]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত জীবন>বাংলা জীবন +সংস্কৃত মরণ>বাংলা মরণ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
জীবন {√জীবি
{√জীব্
(প্রাণধারণ)
+ই
(ণিচ)}
+অন্
(অনট, ল্যুট),
কর্তৃবাচ্য}
+মরণ {√মৃ
(বিনাশ হওয়া) +অন্
(অনট, ল্যুট),
ভাববাচ্য}
জীবন ও মরণ/দ্বন্দ্ব সমাস
পদ: বিশেষণ
অর্থ:
জীবন-মৃত্য।
জীবনমরণে (জীবনমরণ +এ)
অর্থ: জীবৎদশা থেকে মৃত্যু পর্যন্ত, ইহকালে-পরকালে।
উদাহরণ:সুজনক পীরিতি নৌতুন নিতি নিতি নহি টুটে জীবনমরণে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।১৬]
নাহি অর্থে।