জগত
বানান বিশ্লেষণ: জ্+অ+গ্+অ+ত্+অ
উচ্চারণ: [ɟə.gə..ə] [জ.গ.ত]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত জগৎ>বাংলা জগৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: গম (গমন করা) +ক্বিপ (০), কর্তৃবাচ্য।
পদ: বিশেষ্য
অর্থ: প্রপঞ্চের অধীনস্থ যা কিছু তার সমগ্র রূপ হলো জগত। এর ক্ষুদ্রতম রূপ হলো পৃথিবী। এই ক্ষুদ্র রূপের অখণ্ডতা হিসেবে অনেক সময় পৃথিবীকে জগত বলা হয়। বৃহৎ অর্থে জগত হলো মহাবিশ্ব। অখিল জগত হলো, মহাবিশ্বের সমগ্র সত্তা।
উদাহরণ: