জ্বলত
বানান বিশ্লেষণ:
জ্+ব+অ+ল্+অ+ত্+অ
উচ্চারণ: [ɟə.lə.t̪e]
[জ.ল.ত]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ক্রিয়ামূল
√জ্বল্>বাংলা
√জ্বল্>জ্বলত
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√জ্বল্
(জ্বলন)+অত
(ঘটমান বর্তমান)
পদ: ক্রিয়া (ঘটমান বর্তমান)
অর্থ: জ্বলার কার্যক্রম ঘটমান দশায় আছে।
সমার্থক শব্দাবলি: জ্বলিতেছে, জ্বলছে।
উদাহরণ:
আকুল জীবন থেহ ন মানে অহরহ জ্বলত হুতাশে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৩।১০]