জপত
বানান বিশ্লেষণ:
জ্+অ+প্+অ+ত্+অ
উচ্চারণ: [ɟə.pə..t̪ə]
[জ.প.ত]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
ক্রিয়ামূল
√জপ>বাংলা
√জপ্>জপত।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√জপ্
(পাঠ) +অত=জপত
পদ: ক্রিয়া (সাধারণ বর্তমান)
অর্থ: জপ করা।
জপতে জপতে [দ্বিরুক্ত]
অর্থ:
পাঠ করতে করতে, মন্ত্র আবৃত্তি করতে, নাম স্মরণ করতে করতে, নাম উচ্চারণ
করতে করতে।
উদাহরণ:
শুনত শুনত তব্ মোহন বাঁশি জপত জপত তব্ নামে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৭।১১]