যৌবন
বানান বিশ্লেষণ:
য্+ঔ+ব্+অ+ন্+অ
উচ্চারণ: [ɟou.bə.nə]
[জৌ.ব.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত যৌবন>বাংলা
যৌবন
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
যুবন্ {√যু
(বন্ধন) + অন (কনিন), কর্তৃবাচ্য} + অ (অণ্)
পদ: বিশেষ্য।
অর্থ:
যুবা অবস্থা, তারুণ্য
উদাহরণ:
বিফল রে এ মঝু জীবন যৌবন, বিফল রে এ মঝু দেহা [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৩।৪]
সখি লো দারুণ আধিভরাতুর এ তরুণ যৌবন মোর [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৩।৭]