কাঁদই
বানান বিশ্লেষণ: ক্+আ+দ্+অ+ই
উচ্চারণ: [kã.ə.i] [কাঁ.দ্.ই]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল  ক্রন্দ্>প্রাকৃত কংদ>বাংলা কাঁদ্>কাঁদই
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কাঁদ্ (ক্রন্দন করা) +অই (সাধারণ বর্তমান কাল)
পদ: ক্রিয়া
সমার্থক শব্দাবলি:
কাঁদি, ক্রন্দ করি।
উদাহরণ: ভূমিশয়ন-'পর আকুল কুন্তল,      কাঁদই আপন ভুলে ।   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।]