কালা
বানান বিশ্লেষণ:
+আ+ল্+আ
উচ্চারণ: [ka.la] [কা.লা]।   
শব্দ-উৎস: সংস্কৃত কালা>বাংলা কালা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কাল {কল্ (গণনা) +অ  (ঘঞ্), করণবাচ্য} + মৎ (মতুপ)}>কালা
পদ: বিশেষ্য।
অর্থ: কৃষ্ণের অপর নাম। বৈষ্ণব সাহিত্যে কৃষ্ণের পরিবর্তে কালা শব্দের ব্যবহার লক্ষ্য করা যায়। [কৃষ্ণ]
উদাহরণ: