কান
বানান বিশ্লেষণ: ক্+আ+ন্+অ+ন্+অ
উচ্চারণ : ka.non
(কা.নোন্)।

শব্দ-উৎস:  সংস্কৃত काननम् (কাননম্)>বাংল কানন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
কানি {কন্ (দীপ্ত হওয়া)+ই (ণিচ)}+অন্ (ল্যুট), কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য

১. ঊর্ধ্বক্রমবাচকতা { | স্থলভাগ | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ:
দেখা যায় এবং ছায়া প্রদান করে। যা স্থলভাগের সমতল, পর্বত, মালভূমি ইত্যাদিকে নানা ধরনের উদ্ভিদের সমারোহে দীপিত বা শোভিত করে, এই অর্থে কানন বৃক্ষশোভিত স্থলভাগ। সাধারণ অর্থে সুশোভিত বন।
সমার্থক শব্দাবলি:
অরণ্য, কানন, বন।

ইংরেজি:  a forest
উদাহরণ:

২. ঊর্ধ্বক্রমবাচকতা  { আঙিনা | মাঠ | ভূস্থান | অবস্থান | দৈহিক লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
অর্থ: বাড়ির মূল সীমানার অংশ হিসেবে বা বাড়ি-সংলগ্ন বৃক্ষশোভিত স্থলভাগ।
সমার্থক শব্দাবলি: কানন, বাগান।

ইংরেজি:  a garden
 

৩. ঊর্ধ্বক্রমবাচকতা { | জঙ্গল | গাছপালা | সংকলন | দল | বিমূর্তন | বিমূর্ত সত্ত | সত্তা |}
অর্থ: ঝোপঝাড় ব্যতীত যে কোনো ছোট মাপের ভূখণ্ডে প্রাকৃতিকভাবে সৃষ্ট বা পরিকল্পিত বৃক্ষশোভিত স্থলভাগ।
সমার্থক শব্দাবলি: উপবন, কানন, বাগান।

ইংরেজি:  a grove