কাননপথ
বানান বিশ্লেষণ:
ক্+আ+ন্+অ+ন্+অ+প্+অ+থ্+অ
উচ্চারণ:
[ka.nə.nə.pə.t̪ʰə]
[কা.ন.ন.প.থ]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
কানন>বাংলা কানন
+সংস্কৃত
পথ>বাংলা
পথ।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
কানন {√কানি
(প্রীত হওয়া, দীপ্তি করানো) +অন্
(অনট, ল্যুট),
কর্তৃবাচ্য}
+পথ {√পথ্
(গতি) +
অ
(ঘঞ্),
করণবাচ্য}
কাননস্থিত যে পথ/মধ্যপদলোপী কর্মধারয় সমাস। বা কাননের পথ/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য
অর্থ:
কাননের (বন বা উপবন)
ভিতরে অবস্থিত পথ। বা কাননের অভিমুখে যে পথ। সাধারণভাবে পথ অর্থ রাস্তা।
কিন্তু পথের শব্দের অপর একটি অর্থ হলো দিক। কাননপথ বলতে কানের দিকও ধরা
যেতে পারে।
উদাহরণ:
চকিত হৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।১৫]
বালিহৃদয় চঞ্চলে কাননপথ চাহি রে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২, পঙ্ক্তি ১০]