কাননপথ
বানান বিশ্লেষণ: ক্+আ+ন্+অ+ন্+অ+প্+অ+থ্+অ
উচ্চারণ: [ka.nə..pə.ʰə] [কা.ন.ন.প.থ]  [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত কানন>বাংলা কানন +ংস্কৃত পথ> পথ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ: কাননের (
বন বা উপবন) ভিতরে অবস্থিত পথ। বা কাননের অভিমুখে যে পথ। সাধারণভাবে পথ অর্থ রাস্তা। কিন্তু পথের শব্দের অপর একটি অর্থ হলো দিক। কাননপথ বলতে কানের দিকও ধরা যেতে পারে।

উদাহরণ: