কণ্ঠ
বানান বিশ্লেষণ:
ক্+অ+ণ্+ঠ্+অ
উচ্চারণ: [kən.ʈʰə]
[কন্.ঠ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত কণ্ঠ>বাংলা কণ্ঠ।
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√কণ্
(শব্দ করা) +
ঠ,
কর্তৃবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ: আক্ষরিক অর্থে
যার দ্বারা শব্দ উৎপন্ন হয়। বিশেষার্থে স্বরযন্ত্রযুক্ত গলদেশ বা মাথা ও
বক্ষপিঞ্জরের মধ্যবর্তী বর্ধিত সংযোগস্থল।
সমার্থক শব্দাবলি: কণ্ঠ, গলা
কণ্ঠে (কণ্ঠ +এ)
অর্থ: গলায়।
উদাহরণ: