কহিছে
বানান বিশ্লেষণ: ক্+অ+হ্+ই+ছ্+এ
উচ্চারণ: [.ɦi.cʰe] [ক.হি.ছে]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত কথ্>প্রাকৃত কহ>বাংলা কহ>কহিছে
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কহ্ (বলা) +ইতেছে=কহিতেছে (সাধু)>কহিছে (চলিত, পদ্যে ব্যবহৃত)}
পদ: ক্রিয়া
(ঘটমান বর্তমান কালের নাম পুরুষে এই ক্রিয়াপদ ব্যবহৃত হয়)
অর্থ: যা বলা হচ্ছে।
সমার্থক শব্দাবলি: বলছে, প্রকাশ করছে, ব্যক্ত করছে। 
উদাহরণ:
বসন্তভূষণভূষিত ত্রিভুবন কহিছে, দুখিনী রাধা, [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ১।৯]