ক্ষণ
বানান বিশ্লেষণ: খ্+অ+ণ্+
উচ্চারণ: [kə.nə] [কুন্.ত.ল]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ক্ষণ>বাংলা ক্ষণ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: ক্ষণ্ (হিংসা করা) + অ (অচ), কর্তৃবাচ্য
পদ: বিশেষণ।
অর্থ: অত্যল্প সময়।

    ক্ষণে [ক্ষণ +এ]
   অর্থ: অত্যল্প সময়ে
   
উদাহরণ: তুঝ মুখ চাহয়ি শতযুগভর দুখ ক্ষণে ভেল অবসান। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬]