কদমতরুমূল
বানান বিশ্লেষণ: ক্+অ+দ্+অ+ম্+অ-ত্+অ+র্+উ+ম্+ঊ+ল্+অ
উচ্চারণ: [.ə.-ə.ru.mu.] [ক.দ.ম-ত.রু-মু.ল]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত কদম্ব>বাংলা কদম + সংস্কৃত তরু>বাংলা তরু +সংস্কৃত মূল>বাংলা মূল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: কদম নামক গাছের  নিম্নতলের স্থান, কদমতলা

কদমতরুমূলে {কদমতরুমূল +এ}
অর্থ: কদমবৃক্ষের তলে
উদাহরণ: গহনতিমির নিশি ঝিল্লিমুখর দিশি   শূন্য কদমতরুমূলে 
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৫]