কঁহা
বানান বিশ্লেষণ:
ক্+অ+ঁ+হ্+আ
উচ্চারণ: [kə̃.ɦa]
[কঁ.হা]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত কস্মিন>প্রাকৃত
কহিং>বাংলা কহিঁ, কঁহি, কঁহা
পদ:
অব্যয়।
অর্থ:
কোন স্থানে,
কোথা, কোথায়।
উদাহরণ:
কৈস মিটাওসি প্রেমপিপাসা, কঁহা বজাওসি বাঁশি !
[ভানুসিংহ
ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১১]