কহ্
বানান বিশ্লেষণ: ক্+অ+হ+অ
উচ্চারণ:
[kə.ɦə]
[ক.হ]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:সংস্কৃত
√কথ্>প্রাকৃত
√কহ>বাংলা
√কহ্>কহ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√কহ্
(কথা বলা)+অ
পদ:
ক্রিয়া (সাধারণ বর্তমান অনুজ্ঞা)
অর্থ:
বল,
ব্যক্ত করো।
সমার্থক শব্দাবলি:
কহ সখি, কহ সখি, মিনতি রাখ সখি, সো কি হমারই শ্যাম॥ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৭]
কহ রে সজনী, এ দুরুযোগে কুঞ্জে নিরদয় কান [গীতবিতান। প্রকৃতি ৩১। বর্ষা ৬।৭]