কহত
বানান বিশ্লেষণ:
ক্+অ+হ্+অ+ত্+অ
উচ্চারণ: [kə.ɦə.t̪ə]
[ক.হ.ত]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
√কথ্>প্রাকৃত
√কহ>বাংলা
√কহ>কহত
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√কহ্
(বলা) +অত=কহত>(বৈষ্ণব সাহিত্য)}
পদ: ক্রিয়া।
সাধারণ বর্তমান কালের নাম পুরুষে এই ক্রিয়াপদ ব্যবহৃত হয়।
অর্থ: বলে, ব্যক্ত করে।
উদাহরণ:
ভানু কহত, অতি গহন রয়ন অব, বসন্তসমীরশ্বাসে
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (রর) ১।২০-২১]