কৈসন
বানান বিশ্লেষণ:
ক্+ঐ+স্+অ+ন্+অ
উচ্চারণ: [kə.sə.nə]
[কৈ.স.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত কীদৃশ>মৈথলি কৈসন>বাংলা কৈসন।
পদ:
বিশেষণ।
অর্থ:
কীরূপ, কেমন।
উদাহরণ:
নিঠুর শ্যাম রে, কৈসন অব তুঁহ রহই
দূর মথুরায়—
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৪।
৮]