কলকল
বানান বিশ্লেষণ: ক্+অ+ল্+অ+ক্+অ+ল্+অ
উচ্চারণ:
[kə.lə.kə.lə]
[ক.ল.ক.ল]
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:সংস্কৃত
ক্রিয়ামূল
√কল্>প্রাকৃত
√কল্>বাংলা
√কল>কলকল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
√কল্
(শব্দ)+অল=কল। দ্বিরুক্ত কলকল
পদ:
অব্যয়
অর্থ:
কোমল ধ্বনি
উদাহরণ:
কণ্ঠ মিলাওল ঢলঢল যমুনা কলকল কল্লোলগানে।[ভানুসিংহ ঠাকুরের পদাবলী(গীতবিতান)৯।১০]