কলয়িত
বানান বিশ্লেষণ: ++অ+য়্+ই+ত্+অ
উচ্চারণ: [..i..ə] [ক.লয়্.ই.ত]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত কল>বাংলা কল>কলয়িত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কল {কড় (মত্ততা) + অ (অচ্), কর্তৃবাচ্য} +য়িত (বৈষ্ণব )
পদ: বিশেষণ।
অর্থ: আক্ষরিক অর্থের যাহা মত্ত করে। বিশেষার্থে মন্দমধুর ধ্বনিময়
উদাহরণ: কলয়িত মলয়ে, সুবিজন নিলয়ে বালা বিরহবিষণ্ণ [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৯।]২