কনকাসন
বানান বিশ্লেষণ:
ক্+অ+ন্+অ+ক্+আ+স্+আ+ন্+অ
উচ্চারণ: [kə.nə.ka.sə.nə]
[ক.ন.কা.স.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত কনক>বাংলা কনক +সংস্কৃত আসন>বাংলা আসন
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
কনক {√কন্
(দীপ্ত হওয়া) + অক (বুন্), কর্তৃবাচ্য}
+আসন {√আস্
(স্থিতি) +অন (ল্যুট), ভাববাচ্য}
কনক নির্মিত আসন/মধ্যপদলোপী কর্মধারয় সমাস।
পদ:
বিশেষ্য
অর্থ:
সোনার তৈরি আসন।
উদাহরণ:
হৃদিকমলাসন শূন্য করলি রে, কনকাসন
কর আলা !
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান)। ৪।১৪]