কনকদীপ
বানান বিশ্লেষণ: ক্+অ+ন্+অ+ক্+অ- দ্+ঈ+প্+অ
উচ্চারণ: [
..kə-ip] [ক.দ.ম-দিপ্]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত কনক>বাংলা কনক +সংস্কৃত দীপ>বাংলা দীপ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য
অর্থ:
সোনার তৈরি দীপ।

উদাহরণ: সজনি অব উজার মঁদির      কনকদীপ জ্বালিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৫৭]