কর
বানান বিশ্লেষণ: ক্+অ+র্+অ
উচ্চারণ: [kə.] [ক.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:

১. সংস্কৃত কর>বাংলা কর।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কৃ (করা) +অ (অ), করণবাচ্য
পদ: বিশেষ্য
অর্থ:
হাত, মণিবন্ধ হতে হাতের অবশিষ্টাংশ, মণিবন্ধ থেকে আঙুলসহ করতল অংশ।
উদাহরণ:
অধর উঠই কাঁপিয়া সখিকরে কর আপিয়া,   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।১০-১১]

২. সংস্কৃতকর্>প্রাকৃত কর্>বাংলা কর্>
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:  কর্ (করা) +অ (সাধারণ বর্তমানকালে মধ্যম পুরুষে এবং সাধারণ অনুজ্ঞায় ব্যবহৃত ক্রিয়াপদ)
পদ:
ক্রিয়া
অর্থ: কোনো কাজ সম্পন্ন করার জন্য
সাধারণ বর্তমানকালে মধ্যম পুরুষে এবং সাধারণ অনুজ্ঞায় ব্যবহৃত ক্রিয়াপদ।
উদাহরণ: