করল
বানান বিশ্লেষণ: ক্+অ+র্+অ+ল্+অ
উচ্চারণ: [.rə.] [ক.র.ল]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত ক্রিয়ামূল 
কৃ (করা)>প্রাকৃত কর্>বাংলা কর্>করল
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: কর্ (করা) +অল (অতীত)
পদ: ক্রিয়া (সাধারণ অতীত কালের মধ্যম পুরুষে এই ক্রিয়াপদ ব্যবহৃত হয়েছে)।
অর্থ: অতীতে সম্পন্নকৃত কর্তার কাজ।
সমার্থক শব্দাবলি: করিল, করল।
উদাহরণ: