করুণস্বর
বানান বিশ্লেষণ: ক্++র্+উ+ণ্+অ-স্+ব্+অ+র্
উচ্চারণ: [.ru.sə,rə] [ক.রু.ন্.স.র]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত সংস্কৃত করুণ>বাংলা করুণ+ সংস্কৃত স্বর>বাংলা স্বর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: করুণ ধ্বনি, করুণ, করুণরসে সিক্ত বাক্য।

করুণস্বরে=করুণস্বর+এ
অর্থ: করুণস্বর দ্বারা
উদাহরণ: চাহি শূন্য-'পর কহে করুণস্বরবাজে রে বাঁশরি বাজ  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।৮]