কঠিন
বানান বিশ্লেষণ:
ক্+অ+ঠ্+ই+ন্+অ
উচ্চারণ: [kə.ʈʰi.nɔ]
[ক.ঠি.ন]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত কঠিন>বাংলা কঠিন
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
√কঠ্
(দুঃখ
অনুভব করা,
কৃচ্ছ্র জীবনযাপন করা) +ইন্
(ইনচ্), কর্তবাচ্য।
পদ:
বিশেষণ।
অর্থ: স্বাভাবিক জীবনযাত্রায় যা দুঃসহ অবস্থা প্রকাশ করে।
সমার্থক শব্দাবলি:
নির্দয়, নিষ্ঠুর, নিষ্করুণ।
উদাহরণ:
শ্যাম রে , নিপট কঠিন মন তোর । [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৪।১]