কত
বানান বিশ্লেষণ: ক্+অ+ত+
উচ্চারণ: [..ə] [ক.ত]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত কতি>প্রাকৃত কত্তো>মৈথিলি, বাংলা কত
পদ: বিশেষণ।
অর্থ: বহু অনেক।
উদাহরণ: যুগ-যুগ-সম কত দিবস ভেল গত, শ্যাম, তু আওলি না  [ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৬
৩]
  
   
কত কত
    অর্থ: ব্যতিহারে বহু অর্থে  

    কত কত যুগ, সখি, পুণ্য করনু হম, দেবত করনু ধেয়ান-   [ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ৭।১০]