কুহু কুহু
বানান বিশ্লেষণ: ক্+উ+হ্+উ-ক্+উ+হ্+উ
উচ্চারণ: [ku .ɦu.ku.ɦu
] [কু.হু.কু.হু]
শব্দ-উৎস: বাংলা কুহু>কুহুকুহু (দ্বিরুক্ত)
পদ: অব্যয় (ধ্বন্যাত্মক)
অর্থ:কোকিলের ক্রমাগত ডাক।
উদাহরণ:
- মরমকুঞ্জ'পর বোলই কুহুকুহু অহরহ কোকিলকুল। [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ১।১০-১১]
- আজু, সখি, মুহু মুহু গাহে পিক কুহু কুহু
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী
(গীতবিতান) ১১।১]