কুঞ্জভবন
বানান বিশ্লেষণ:
ক্+উ+ঞ্+জ্+অ+ভ্+অ+ব্+অ+ন্+অ
উচ্চারণ: [kun..ɟ
কুঞ্জ {কু (পৃথিবী) +√জন্
(জন্মগ্রহণ করা) +
অ (ড), কর্তৃবাচ্য}
+ভবন {√ভূ
(হওয়া) +অন্
(ল্যুট),
ভাববাচ্য}
কুঞ্জস্থিত যে ভবন/মধ্যপদলোপী কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য।
অর্থ:
কুঞ্জের ভিতরে তৈরিকৃত বা অবস্থিত বাড়ি।
উদাহরণ:
সুরভি করহ কুঞ্জভবন
গন্ধসলিল ঢালিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৫,
পঙ্ক্তি
৮]
কুঞ্জভবনে (কুঞ্জভবন +এ)। অধিকরণবাচক
অর্থ:
কুঞ্জের ভিতরে তৈরিকৃত বা অবস্থিত বাড়িতে।
উদাহরণ: কুঞ্জভবনে পাপিয়া কাহে গীত গাহিছে ।
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।১২]