কুঞ্জভবন
বানান বিশ্লেষণ: ক্++ঞ্+জ্+অ+ভ্+অ+ব্+অ+ন্+অ
উচ্চারণ: [kun..ɟ
ə.ə.bə.nə] [কুন্.জ.ভ.ব.ন]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত কুঞ্জ>বাংলা কুঞ্জ +সংস্কৃত ভবন>বাংলা ভবন
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ:
কুঞ্জের ভিতরে তৈরিকৃত বা অবস্থিত বাড়ি।
উদাহরণ:
সুরভি করহ কুঞ্জভবন      গন্ধসলিল ঢালিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৫, পঙ্‌ক্তি ৮]