কুঞ্জ-'পর
বানান বিশ্লেষণ:
ক্+উ+ঞ্+জ্+অ-প্+অ+র্+অ
উচ্চারণ: [kun.ɟə.pə.rə]
[কুন্.জ.প.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
কুঞ্জ>বাংলা কুঞ্জ +
সংস্কৃত উপরি>প্রাকৃত উৱরিং>বাংলা উপর>'পর (উ
লোপ)
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
কুঞ্জের উপর/ষষ্ঠী তৎপুরুষ। উ লোপ পেয়ে- মরমকুঞ্জ'পর।
পদ:
বিশেষ্য (অব্যয় সাধিত, অধিকরণে)
অর্থ:
কুঞ্জে, কুঞ্জের ভিতরে
উদাহরণ: চন্দ্র - উজর মধু - মধুর কুঞ্জ-'পর মুরলি বজাওলি না
!
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৬।৪]