কুঞ্জপথ
বানান বিশ্লেষণ:
ক্+উ+ঞ্+জ্+অ-প্+অ+থ্+অ
উচ্চারণ: [kun.ɟə.pə.t̪ʰə]
[কুন্.জ.প.থ]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত কুঞ্জ>বাংলা কুঞ্জ + সংস্কৃত পথ>বাংলা পথ
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
কুঞ্জ {কু
(পৃথিবী) +√জন্
(জন্মগ্রহণ করা) +
অ (ড),
কর্তৃবাচ্য
}
+পথ {√পথ্
(গতি) +অ
(ঘঞ্), করণবাচ্য}
কুঞ্জের পথ/ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য।
অর্থ:
কুঞ্জের অভ্যন্তরে সৃষ্ট বা অবস্থিত পথ, কুঞ্জের অভিমুখস্থ পথ।