কুঞ্জপথম
বানান বিশ্লেষণ: ক্++ঞ্+জ্+অ-প্+অ+থ্+অ+ম্+অ
উচ্চারণ: [kun.ɟə..ʰə.] [কুন্.জ.প.থ.ম]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত কুঞ্জ>বাংলা কুঞ্জ + সংস্কৃত পথ>বাংলা পথ>পথম।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
অর্থ: কুঞ্জের অভ্যন্তরে সৃষ্ট বা অবস্থিত পথ, কুঞ্জের অভিমুখস্থ পথ।
উদাহরণ:
 
তৃষিতনয়ন ভানুসিংহ       কুঞ্জপথম চাহিয়া [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ৫।১১]