কুসুমমালিকা
বানান বিশ্লেষণ: ক্+উ+স্+উ+ম্+অ-ম্+আ+ল্+ই+ক্+আ
উচ্চারণ: [ku.su.mə.ma.li.ka] [কু.সু.ম.মা.লি.কা]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস: সংস্কৃত কুসুম>বাংলা কুসুম
+সংস্কৃত মালিকা>বাংলা মালিকা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:

পদ: বিশেষ্য।
সমার্থক শব্দাবলি: ফুলের মালা, কুসুমহার
উদাহরণ: