কুসুমমুঞ্জরি
বানান বিশ্লেষণ:
অ+ঘ্+ও+র্+অ
উচ্চারণ: [ku.su.mə.mun.ɟə.ri]
[কু.সু.ম-মুন্.জ.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
কুসুম
{√কুস্
(দীপ্তি পাওয়া) +উম,
কর্মবাচ্য}
+মঞ্জরি
{√মঞ্জ্
(দীপ্তি) +অরি,
কর্তৃবাচ্য}>মুঞ্জরি
কুসুমের মুঞ্জরি/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ: বিশেষ্য
অর্থ: পুষ্পগুচ্ছ,
ফুলের বল্লরি
উদাহরণ:
দুলই কুসুমমুঞ্জরি, ভমর ফিরই গুঞ্জরি,
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২।৪-৫]