কুসুমহার
বানান বিশ্লেষণ:
ক্+উ+স্+উ+ম্+অ+হ্+আ+র্+অ
উচ্চারণ:
[ku.su.mə.ɦa.rə]
[কু.সু.ম-মুন্.জ.র]।
[ə=
তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত
কুসুম>বাংলা
কুসুম
+সংস্কৃত
হার>বাংলা
হার
রূপতাত্ত্বিক
বিশ্লেষণ:
কুসুম
{√কুস্
(দীপ্তি পাওয়া) +উম,
কর্মবাচ্য}
+হার {√হৃ
(হরণ করা) +অ
(অ),
করণবাচ্য}
কুসুমের (ফুলের) হারা/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য।
অর্থ:
ফুলের মালা,
সমার্থক শব্দাবলি: কুসুমমালিকা, কুসুমহার, পুষ্পমালা, পুষ্পমালিকা।
উদাহরণ:
কুসুমহার ভইল ভার হৃদয় তার দাহিছে [ভানুসিংহ ঠাকুরের পদাবলী ২। ৯]
পিনহ ঝটিত কুসুমহার, পিনহ নীল আঙিয়া ।২, পঙ্ক্তি ১৬]