কুসুমসুবাস
বানান বিশ্লেষণ:
ক্+উ+স্+উ+ম্+অ+
কুসুম {√কুস্
(দীপ্তি পাওয়া) +উম,
কর্মবাচ্য}
+সুবাস
{সু+ বাস {√বাস্
(সুরভীকরণ) +অ (অচ্), করণবাচ্য}}
কুসুমের সুবাস/ষষ্ঠী তৎপুরুষ সমাস।
পদ:
বিশেষ্য
অর্থ:
ফুলের গন্ধ,
ফুলের সৌরভ।
উদাহরণ:
কুসুমসুবাস উদাস ভইল সখি উদাস হৃদয় হমারি
[ভানুসিংহ ঠাকুরের পদাবলী (গীতবিতান) ৭।৪]