লাগয়
বানান বিশ্লেষণ: ল্+আ+গ্+অ+য়্+অ
উচ্চারণ: [
la,gə.ə] [া.গয়.অ]।   [ə= তীর্যক অ]
শব্দ-উৎস:
সংস্কৃত ক্রিয়ামূল Öলগ্ >প্রাকৃতি Öলগ্‌গ>বাংলা Öলাগ>লাগয়
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
Öলাগ্ (অনুভূত হওয়া, বোধ হওয়া)+অয়
পদ:
ক্রিয়া ( সাধারণ বর্তমানকাল)
অর্থ: অনুভূত হয়, বোধ হয়, মনে হয়, লাগে।
উদাহরণ: